ব্যবসা সম্প্রসারণ করবে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাস
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-২০ ১০:৩২:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাস লিমিটেড ব্যবসা সম্প্রসারণের জন্য জমি ক্রয়ের সিন্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ১০২৮ দশমিক জমির মধ্যে প্রথম পর্যায়ে ১৪৫.৪৩ দশমিক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে যার জন্য বায়না দলিল আগে করা হয়েছিল। গাজীপুরের কালিয়াকৈরে ভবিষ্যতে সম্প্রসারণের জন্য এই জমিটি ব্যবহার করা হবে। অর্থনীতির সুবিধার পাশাপাশি ভবিষ্যতে ওষুধ ব্যবসায়ের আরও ভাল সম্ভাবনা সৃষ্টি হবে।
সানবিডি/এসকেএস