রাইট শেয়ার সংশোধন করবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২১ ১১:১৮:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি রাইট শেয়ারে সংশোধন এনে ১আর:১ অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কোম্পানিটি ২আর:১ অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছিল।
সংশোধিত রাইট শেয়ারের বিষয়টি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। আগামী ১০ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায়, টিআইবি অডিটরিয়াম, ১ কাওরান বাজার, ঢাকাতে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
কোম্পানিটির প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫ টাকা প্রিমিয়াম নেয়া হবে।
সানবিডি/এসকেএস