লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৩ ১৫:৩৭:০০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টিউবসের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৬২ লাখ টাকার।

৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে স্ট্যান্ডার্ড সিরামিক।

লেনদেন তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : সোনারবাংলা ইন্স্যুরেন্স, মুন্নু জুট স্টাফলার্স, স্কয়ার ফার্মা, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, কপারটেক, মুন্নু সিরামিক ও যমুনা ব্যাংক।

সানবিডি/এসকেএস