লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে খান ব্রাদার্স ও রেনউইক যজ্ঞেশ্বর
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-২৮ ১১:২০:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ (দুর্বল) ক্যাটাগরিতে যাচ্ছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, খান ব্রাদার্সকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। রেনউইক যজ্ঞেশ্বরকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ট্রানজেকশনস) রেগুলেশনস ২০১৩ অনুযায়ী ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সানবিডি/এসকেএস