৩ কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-৩০ ১৪:৩০:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফিনিক্স ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক, মেঘনা লাইফ ইস্যুরেন্স লিমিটেডের ২ পরিচালক ও ব্যাংক খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফিনিক্স ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোবারক আলী শেয়ার ৭০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার দরে তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ শেয়ার ক্রয় করেন। এর আগে ২৪ অক্টোবর তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

মেঘনা লাইফ ইস্যুরেন্সের পরিচালক নিজাম উদ্দিন আহমেদ ২ লাখ শেয়ার ও পরিচালক হাসিনা নিজাম ৫১ হাজার ৩৩০ টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার দরে তারা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ শেয়ার ক্রয় করেন। এর আগে ২১ অক্টোবর তারা শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

অপরদিকে, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেডের মনোনিত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ৫০ হাজার শেয়ার কিনেছেন। বর্তমান বাজার দরে তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ শেয়ার ক্রয় করেন। এর আগে ২৮ অক্টোবর তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

সানবিডি/এসকেএস