ডিসেম্বর মাসেও সেরা ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০২ ০৮:৩০:৫১


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিসেম্বর মাস লেনদেনের ভিত্তিতে সেরা ১০ ডিলারের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বরাবরের মতো শীর্ষে  স্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

জানা গেছে, এ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড, চতুর্থ অবস্থানে ইউনিরয়েল সিকিউরিটিজ, পঞ্চম অবস্থানে ব্লু সিপ সিকিউরিটিজ, ৬ষ্ঠ এসএআর সিকিউরিটিজ, সপ্তম বিডি ফিন্যান্স সিকিউরিটিজ, অষ্টম ইবিএল ইবিএল সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ এবং শান্তা সিকিউরিটিজ লিমিটেড।

শীর্ষ বিশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো-এম-সিকিউরিটিজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ, শাকিল রিজভী , হজরত আমানত শাহ সিকিউরিটিজ, টাইমস সিকিউরিটিজ, ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট, পূবালী ব্যাংক সিকিউরিটিজ এবং রূপালি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।