যুক্তরাষ্টের স্পেশালিস্ট ডিগ্রী পেলো আইবিবিএলের ভাইস প্রেসিডেন্টের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০২ ১৯:৪৪:৪৪


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্টের এসোসিয়েশন অব সার্টিফাইড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট থেকে সার্টিফাইড গ্লোবাল সেংশন্স স্পেশালিস্ট ডিগ্রী অর্জন করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সারাবিশ্বে উক্ত ডিগ্রীধারী প্রথম গ্র“পের তিনি একজন এবং দক্ষিণ এশিয়ায় প্রথম হিসেবে এ ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে আন্তর্জাতিক বানিজ্যে সেংশন্স কমপ্লায়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জটিল সেংশন্স রেগুলেশন্স, আইনকানুন, বিধিবিধান ও নীতিমালা পরিপালন করে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করতে হয়। সেংশন্স পরিপালনে এ ডিগ্রী ইসলামী ব্যাংকসহ ব্যাংকিংখাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তরাষ্টের একই প্রতিষ্ঠান থেকে ২০১৫ সালে সার্টিফাইড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট ডিগ্রী অর্জন করেন।

সানবিডি/ঢাকা/এসআই