কর্মসংস্থান ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৫ ১৬:১৩:০৬
তাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন।যোগদানের আগে তিনি জনতা ব্যাংক লিমিটেড এ উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।
রবিবার (৫ জানুয়ারী) কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। শিক্ষা জীবনে তিনি সকল একাডেমিক পরীক্ষায় মেধা তালিকায় বিশেষ স্থান অধিকার করেন।জনতা ব্যাংক লিমিটেডের দেশ-বিদেশের বিভিন্ন শাখায় শাখা প্রধান হিসেবে প্রায় ২৩ বছর এবং মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেন। কর্ম জীবনে তিনি সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ফিলিপাইন সহ দেশ বিদেশে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
১৯৬২ সালের ২০ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশ বাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাজুল ইসলাম ব্যক্তি গত জীবনে দুই পুত্র সন্তানের জনক।