স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১২ ১৮:০৫:১৬


প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং দরিদ্র তৃণমূল জনগোষ্ঠিকে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবাভূক্তির আওতায় নিয়ে এসে আয় উৎসারী কর্মকান্ডের বিস্তৃতি ঘটিয়ে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি গোপালগঞ্জের সুইমিংপুল ও জিমনেশিয়াম অডিটরিয়ামে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে উক্ত অনুষ্ঠানটির প্রতিনিধিত্ব করে। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার ২২ টি সরকারী ও বেসরকারী তফসীলি ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাগণের উপস্থিতিতে ১৬৮ জন গ্রাহককে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক এর “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট” এর মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর এসইভিপি ও আঞ্চলিক প্রধান-খুলনা অঞ্চল, হায়দার নূরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রধান কার্যালয়ের কৃষি ও পল্লী ঋণ বিভাগের প্রধান আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক জনাব তানবীর এহসান;অগ্রনী ব্যাংক লিমিটেডের ডিজিএম ও গোপালগঞ্জের আঞ্চলিক প্রধান হেদায়েত হোসেন শেখ;সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম ও গোপালগঞ্জের আঞ্চলিক প্রধান আব্দুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসআই