পাঁচ ভেজাল পেট্রোল কারখানা সিলগালা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৩ ১৬:৩১:৫৮


সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে পাঁচটি ভেজাল পেট্রোল-অকটেন তৈরির কারখানা সিলগালা করেছে র‌্যাব সদস্যরা। অভিযান কালে তারা ১৫ হাজার লিটার ভেজাল জ্বালানি, কেমিক্যাল ও জ্বালানি তেল তৈরির সরঞ্জাম জব্দ করে।

এই ভেজাল তেল উৎপাদনের সঙ্গে জড়িত পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দেন।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন- উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের হাসান মাহমুদ, শফিকুল মুন্সি (৩২), ছোলায়মান মুন্সি (৩৫), ট্যাংকলরি চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের আব্দুস ছামাদ, তেতুলতলা গ্রামের রবিউল ইসলাম। শাহজাদপুরের দ্বাবাড়িয়া গ্রামের মহির উদ্দিন মোল্লাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব‌-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ইন্সপেক্টর সবুজ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ ও নুকালী গ্রামের পাঁচটি অধৈব ভেজাল পেট্রোল-অকটেন তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার ভেজাল জ্বালানি, একটি ট্যাংকলরি, ভেজাল জ্বালানি তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ করা হয়। অভিযানের পরপরই ভ্রাম্যমান আদালতের নির্দেশে কারখানাগুলো সিলগালা করে র‌্যাব। অবৈধ তেল উৎপাদনের সঙ্গে জড়িত থাকায় ৬ জন মালিক-কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

সানবিডি/এনজে