এক নজরে তিন কোম্পানির ইপিএস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৫ ২০:২৩:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, পেনিনসুলা চিটাগাংয় ও মতিন স্পিনিং লিমিটেডের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩২ পয়সা।

এছাড়া কোম্পানিটির ৩ মাসের (অক্টোবর-ডিসেম্বর’১৯) শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৯ পয়সা।

পেনিনসুলা চিটাগাংয়ের ৬ মাসে ইপিএস হয়েছে ০.৩০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৬৪ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৩৪ টাকা বা ৫৩.১২৫ শতাংশ।

মতিন স্পিনিংয়ের এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা।

সানবিডি/এসকেএস