৪০ বার পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৩ ১৪:৩৫:৫৩
এবার নিয়ে ৪০ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন । তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত আগামী ২৪ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সেই থেকে অদ্যাবধি ৪০ বারের মতো তারিখ পেছানো হলেও আদালতে প্রতিবেদন দাখিল করেননি তদন্ত কর্মকর্তা
সানবিডি/এনজে