বিওতে বোনাস পাঠিয়েছে ৩ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৬ ১২:৩৮:৪৩


 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে । এগুলো হলো: কপারটেক ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিংস এবং জাহিন স্পিনিং লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কপারটেক ইন্ডাস্ট্রিজ ১২ শতাংশ ডিভেডেন্ডশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক। নিউ লাইন ১০ শতাংশ ডিভেডেন্ড দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ স্টক। জাহিন স্পিনিং ৫ শতাংশ স্টক ডিভেডেন্ড দিয়েছে দিয়েছিলো।

সানবিডি/এসকেএস