গ্রামীন ফোনের ৪০% লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২৮ ০৯:৪৮:৪১
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ চুড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর,২০১৯ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পনি সূত্র মতে,এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ২৪ টাকা ৭১ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ২৭ টাকা ২৮ পয়সা।
আগামী ২১ এপ্রিল,২০২০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি,২০২০।