মুনাফা কমেছে ইউনিক হোটেলের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৯ ১৩:১৭:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোটর্সের শেয়ারপ্রতি মুনাফা ১৮ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) এই মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.২৫ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.২৩ টাকা বা ১৮ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইপিএস হয়েছে ০.৫৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭২ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.১৭ টাকা বা ২৪ শতাংশ।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯.৭৬ টাকায়।

সানবিডি/এসকেএস