অনলাইন আউটলেট উদ্বোধনে

প্রকাশ: ২০১৫-১১-২৮ ১৭:৪১:১১


Fashionনড়াইলে এফএফএন অনলাইন সফ এর দ্বিতীয় আউটলেটের উদ্বোধন অনুষ্ঠান ও বিশেষ ফ্যাশন-শো শুক্রবার বিকাল ৬টায় মুস্তারি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

”ধর্মে, বর্ণে, কর্মে ভিন্ন হলেও এফএফএন এ আমরা সকলেই বন্ধু”ধারন করে ভিন্ন মাত্রায় এবং কম মুল্যে গুনগত মানের ফ্যাশন আইটেম নিয়ে এফএফএন অনলাইন সফ আউটলেটে সকল শ্রেণীর পছন্দের পোশাকের বৈচিত্র নিয়ে এফএফএন অনলাইন শো-রুম এর যাত্রা শুরু হল।

এফএফএন অনলাইন সপ এর পরিচালক সৈয়দ খায়রুল আলম এর সার্বিক পরিচলনায় এফএফএন এর সাধারন সম্পাদক প্রকৌশলী মুসা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফএফএন এর সভাপতি শ্যামল দাস টিটু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সী হাবিবুর রহমান, সৈয়দ আহম্মদ আলি, তৌফিকুজ্জামান শামীম। আরো ছিলেন আব্দুর রহমান, প্রকৌশলী জিল্লু রোমী, সেখ মোঃ সোহেল, মোঃ মিলন, মহিতষ দাস, ডাক্তার মাহাবুব, বাদশা মিয়া, লালন গভেষক হিরোক রাজা, রাবেয়া সপ্না, জেবা মিলন, এফএফএন সদস্য তারিক, কাওসার প্রমুখ। তাছাড়া অতিথিবৃন্দ এবং অনান্যসকল সদস্য উদ্বোধনিতে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আনন্দ মখুর করে তোলেন। অনুষ্ঠানটির ফ্যাসনশো পরিচালনা করেন শেয়ারহোল্ডার গাজী আব্দুল মজিদ। অনুষ্ঠানটির ফ্যাসনশোতে বিপুল পরিমান দর্শক উপভোগ করেন।