আইসিইউতে বাবা-মেয়ের বিয়ে! (ভিডিওসহ)

প্রকাশ: ২০১৫-১১-২৯ ১০:৩৫:২৫


love_hostory২৬ বছর ধরে একে অপরকে ভালোবাসছেন। ভালোবাসার স্বীকৃতিস্বরূপ রয়েছে ২০ বছরের এক মেয়েও। কিন্তু, একে অপরকে বিয়ে করার কথা একবারের জন্যও ভাবেননি জুবাল কারবি ও কোলিন কারবি। অবশেষে বিয়ের ভাবনাটা এল দিনকয়েক আগে। কিন্তু, ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে। ফুসফুসের জটিলতম অসুখ নিয়ে শেষশয্যায় জুবাল। চিকিৎসকরাও কোনও সুখবর শোনাতে পারেননি। তবে, তাতে এতটুকুও ঘাবড়াননি কোলিন। নিজেদের ভালোবাসার স্বীকৃতি দিতে আইসিইউতেই জুবালেকে বিয়ে করলেন।

বছর ৪৯-এর জুবাল পালমোনারি ফ্রাইব্রোসিসে আক্রান্ত। তিন সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার এতটুকুও উন্নতি হয়নি বলে খবর। এরপরই ২৬ বছরের সঙ্গীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন কোলিন। সেইমতো জনা ৫০ আত্মীয়স্বজন, চিকিৎসক, হাসপাতাল কর্মীদের সামনেই সেরে ফেলেন আংটি বদল।

গত সোমবার হয় সে বিয়ে। তবে, সে শুভদিনে হাজির থাকতে পারেননি ওই দম্পতির মেয়ে। বাবা, মাকে সারপ্রাইজ় দিতে তিনিও অদ্ভুত এক সিদ্ধান্ত নেন। বুধবার হবু বরকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যান আইসিইউতেই। বাবার সামনেই সেখানেই নিজের বিয়ে সেরে নেন। জানান, বাবার জন্য প্রায় সাতমাস এগিয়ে এনেছেন বিয়ের দিন।

https://www.youtube.com/watch?v=xZfYzYjACJw