সার্কিট ব্রেকারের সর্বনিম্ন অবস্থানে ৭ প্রতিষ্ঠান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৯ ১৪:৫৪:২৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে ব্যাপক ধস নেমেছে। গুটি কয়েক কোম্পানি ছাড়া সব কোম্পানির শেয়ার দরই আজ কমেছে। মূলত গতকাল করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হওয়ার খবরের পরেরদিন অর্থাৎ আজকে এই ভয়াবহ পতন হয়েছে।
দরপতনের মধ্যে যেসব কোম্পানি রয়েছে এর মধ্যে ৬ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর কমতে কমতে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো: আইএফআইএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান, আনলিমা ইয়ার্ন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল, সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ, আলহাজ্ব টেক্সটাইল এবং এসকে ট্রিমস লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিট দর ১০ শতাংশ কমে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইএফআইএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ানের ইউনিট দর ১০ শতাংশ কমে সর্বশেষ ৫.৪০ টাকায় লেনদেন হয়। এছাড়া আনলিমা ইয়ার্নের শেয়ার দর ৩০.৬০ টাকা, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ১৯.৮০ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালসের ১১৫.২০ টাকা, সিমটেক্স ইন্ডাষ্ট্রিজের ১৪.৪০ টাকা, আলহাজ্ব টেক্সটাইলের ২৭ টাকা এবং এসকে ট্রিমস লিমিটেডের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬৩ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস