পুঁজিবাজারের মূলধন বৃদ্ধি পেয়েছে ৭ হাজার কোটি টাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৪ ১৯:২০:৩৬


চলতি সপ্তাহে বেশির ভাগ দিন সূচকের বড় পতন হলেও গত সপ্তাহের তুলোনায় এ সপ্তাহে পুঁজিবাজারের মূলধন বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ৭ হাজার কোটি টাকার মূলধন বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহের তুলোনায় এ সপ্তাহে ২ দশমিক ২৭ শতাংশ মূলধন বৃদ্ধি পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পুঁজিবাজারের মূলধন ছিলো ৩ লক্ষ ১৪ হাজার ২১৯ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ২০২ টাকা ।এ সপ্তাহে ডিএসইর মূলধন বেড়ে ৭ হাজার ১৪৩ কোটি ৩০ লক্ষ ৯৩ হাজার ৬৪০ টাকা বেড়ে অবস্থান করছে ৩ লক্ষ ২১ হাজার ৩৬২ কোটি ৫৬ লক্ষ ৮২ হাজার ৮৪২ টাকা ।

এ সপ্তাহের পাঁচ কায দিবসে ডিএসইর প্রধান সূচক ৪ হাজার ৩৮৪ পয়েন্ট থেকে ৫ দশমিক ৭৯ শতাংশ বা ২৫৪ পয়েন্ট কমে ৪ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে। যা গড়ে ৫০ পয়েন্টের বেশি করে কমেছে।

ডিএসইর শরীয়াহ সূচক ১০১৬ পয়েন্ট থেকে ৫ দশমিক ৭০ শতাংশ বা ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৮ পয়েন্টে। যা গড়ে ১১ শতাংশের বেশি করে কমেছে।

ডিএসইর-৩০ সূচক ১ হাজার ৪৬২ পয়েন্ট হতে ৫ দশমিক ৫৪ শতাংশ বা ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮১ পয়েন্টে।যা গড়ে ১৬ পয়েন্টের বেশি করে কমেছে।