লকডাউন হলে স্বাভাবি থাকবে ব্যাংকিং কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৩-২২ ২০:১৫:৫৬


করোনার কারণে কোনো এলাকা লকডাউন হলে ব্যাংককিং কার্যক্রম স্বাভাবি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে সকল বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সানবিডিকে বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে কোনো এলাকা লকডাউন হলেও ব্যাংকিং কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। ব্যাংকগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে তাদের এটিএম মেশিনগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ, করোনাভাইরাসের জন্য ইতোমধ্যে মাদারীপুরের শিবচর ও গাইবান্ধার সাদুল্লাপুর এলাকাকে লকডাউন করা হয়েছে।