চাঞ্চল্য ছড়ানো নাবালিকা মায়েরা

প্রকাশ: ২০১৫-১২-০২ ২৩:১৬:৫৬


5-young-dad1-655x360প্রত্যেক মেয়েদের স্বপ্ন থাকে মা হওয়ার, কিন্তু অনেকের সে স্বপ্নপূরণ হয় না। কারও আবার বয়সের অনেক আগেই মা হওয়ার স্বপ্নপূরণ হয়ে যায় অনেকের।  সম্প্রতি ভারতের হায়দরাবাদে ১৩ বছরের নাবালিকার মা হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনা আলাদা হলেও একদম অল্প বয়সে মা হওয়ার ঘটনা বিরল নয়৷ পৃথিবীর নিয়মের এ এক রহস্যময় খেলাই বলা যায়। এরকমই পৃথিবীর ১০ জন নাবালিকা মায়েদের কথা তাকল এখানে৷

1-5year-old-mom-300x275১. মেডিক্যল ইতিহাসে প্রথম শিশু বয়সে মা হয়েছিলও পেরুর লিনা মেডিনা। সে যখন মা হয় তার বয়স ছিল তখন মাত্র  ৫ বছর। তার মা-বাবা হঠাৎ লক্ষ্য করে লিনার পেট অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ এরপর ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারে  সে সন্তানসম্ভবা।

2-11-year-old-mom-300x276২. এরপরের ঘটনা লন্ডনের। ১১ বছর বয়সে মা হয়েছিলও টেরেজা মিডলেটন।  ভাইয়ের ধর্ষণে টেরেজা সন্তানসম্ভবা হয়ে পড়ে।

3-mom14-dad-15-300x226৩. এই ঘটনা বেশ চমকপ্রদ৷ পৃথিবীর সবথেকে কমবয়সি  বাবা-মা এরা। মায়ের বয়েস ১৪ বছর আর বাবা মায়ের থেকে এক বছরের বড়, মানে ১৫ বছর। সব থেকে মজাদার ব্যপার, এই সর্বকনিষ্ঠপরিবারের দাদু আর দিদার বয়সও খুব কম৷ দাদুর বয়স মাত্র উনত্রিশ বছর, আর দিদা তার থেকে এক বছরের বড়।

4-youngest-grandmother-300x249৪. এই ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি পৃথিবীর সর্বকনিষ্ঠ ঠাকুরমা। যার বয়স ২৩ বছর, রোমানিয়ার এই মহিলার ১১ বছরের মেয়ে একটি সন্তানপ্রসব করলে অল্প বয়সে পৃথিবীর সর্বকনিষ্ঠ ঠাকুরমা হন তিনি৷

5-young-dad-300x191৫. এই ছবিটি পৃথিবীর সর্বকনিষ্ঠ পিতার৷ নাম এলফি পেটেন ৷ বয়স মাত্র ১৩ বছর। এলিফির ১৫ বছরের গার্লফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক হলে সন্তানসম্ভবা  হয়ে পড়ে। এরপর এলফির গার্লফ্রেন্ড কন্যাসন্তান প্রসব করে। এলফি এই সন্তানের যাবতীয় দায়িত্ব নেবে বলে জানিয়েছিলেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষা করলে জানতে পারে এই সন্তানের পিতা এলফি নয়। এই সন্তানের পিতা তার গার্লফ্রেন্ডেরই সহপাঠী একজন।

6-grand-mother-300x300৬. এই ছবিটি একজন তারকার৷ মাত্র ৪০ বছর বয়সে তিনি ঠাকুরমা হন। তার দাবী পৃথিবীর সব থেকে ভাল ঠাকুর মা হলেন তিনি।

7-teen-couple-300x200৭. এই কিশোর-কিশোরী অল্প বয়সেই যমজ সন্তানের পিতা- মাতা হয়। এঁদের দেখেই বোঝা যায় এরা প্রাপ্তবয়স্ক নন।

8-old-mother-300x282৮. এই ছবিটিতে যাকে দেখা যাচ্ছে তার বয়স মাত্র ১০ বছর৷ নাম থুলি শাকা। এই শিশুর কোলে যে সদ্যজাত সন্তানকে দেখা যাচ্ছে  সে থুলিরই সন্তান।

9-pumaparents-219x300৯. এই ছবিতে যে দু’জনকে দেখা যাচ্ছে তারা দু’জনেই অল্প বয়স্ক পিতা পুত্র। এই পুত্রেরও সন্তান আছে বলে জানা গিয়েছে।

10-10year-young-parents-215x300১০. ছবিতে এই দু’জনও সদ্য সর্বকনিষ্ঠ  পিতা মাতা হওয়ার দলে নাম লিখিয়েছে। মাত্র ১৪ বছর বয়েসে এই দু’জনে মা-বাবা হয়েছে এর জন্যে তারা খুব গর্বিত বলে জানিয়েছে।