আইডিএলসি দিচ্ছে ৩০ হাজার শ্রমজীবী মানুষকে খাদ্যসামগ্রী
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০৫ ১০:০৯:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে।
শনিবার থেকে মাসব্যাপী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৩০ হাজার শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে এ প্রতিষ্ঠান। এই কার্যক্রমটিতে আইডিএলসিকে সহায়তা করছে দেশের পাঁচটি সেচ্ছাসেবী সংস্থা।
এই সেচ্ছাসেবী সংস্থাগুলো হলো- অভিযাত্রিক ফাউন্ডেশন, সিএসআর উইন্ডো বাংলাদেশ, সাজিদা ফাউন্ডেশন, আলোকিত শিশু এবং সম্ভাবনা। এরা ঢাকা ও চট্টগ্রামসহ মোট ১২টি জেলায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের হয়ে শ্রমজীবী মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করবে। এর মাধ্যমে ৭ হাজার ৫০০ পরিবার উপকৃত হবে। ত্রাণ সামগ্রী বিতরণের জন্য নির্ধারিত জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ভোলা, চুয়াডাঙ্গা, রংপুর সদর ও নীলফামারী।
প্রতিটি পরিবারের জন্য এক একটি ব্যাগে থাকছে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় নানা খাদ্যসামগ্রী ও সাবান।
এ ব্যাপারে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও আরিফ খান বলেন, করোনা মোকাবেলায় দেশব্যাপী চলমান অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে খেটে খাওয়া মানুষ। তাদের দৈনন্দিন শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। দেশের এই ক্রান্তিলগ্নে এসব মানুষের পাশে থাকার জন্য আমাদের এই প্রয়াস।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস