অনলাইনে হবে সিঙ্গার বিডির এজিএম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৮ ১৪:২৪:০৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড করোনাভাইরাস মহামারির প্রেক্ষিতে শেয়ারহোল্ডারদের স্বশরীরে উপস্থিতির পরিবর্তে অনলাইনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

আগের দেওয়া ঘোষণা অনুসারে আগামী ১৩ মে, বুধবার বেলা ১২টায় এই এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গারই প্রথম ডিজিটাল প্ল্যাটফরমে এজিএমের আয়োজন করছে।

গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস