ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৪ ১৬:০৯:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেড ১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ  স্টক  ডিভিডেন্ড।

ব্র্যাক ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৪.০১ টাকা। গত বছর যা ৪.৫০টাকা ছিল।

অন্যদিকে এককভাবে ব্র্যাক ব্যাংকের ইপিএস হয়েছে ৪.৫৮ টাকা, যা আগের বছর ছিল ৪.৫০ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২.৯০ টাকা ।

আগামী ২৫ জুন ডিজিটাল প্ল্যাটফরমে ব্র্যাক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস