যশোরে কর্মহীনদের পাশে সাইফ পাওয়ারটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৫ ২০:৫৯:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের উদ্যোগে যশোরে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ মে) ও মঙ্গলবার (৫ মে) যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের ৭১০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ সংশ্লিষ্টরা বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমীন এ গ্রামের কৃতি সন্তান। ফলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এ সংকটকালীন সময়ে গ্রামের অসহায়-কর্মহীন মানুষকে সহযোগিতা করেন। এছাড়া ইতোপূর্বেও বিভিন্ন সময় গ্রামসহ আশপাশের এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করেছেন।

এদিকে করোনা প্রাদুর্ভাবে সাইফ পাওয়ার গ্রুপের এমডি তরফদার রুহুল আমিনের পক্ষ থেকে সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকার চেক দেওয়া হয়েছে। এছাড়াও দেশের ৬৪টি জেলার আর্থিকভাবে দুর্বল ১৯৪ জন কোচকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন।

আগামী সপ্তাহে আরও ১৫৫ জন কোচ ও সাবেক খেলোয়াড়কে নগদ অর্থ সহায়তা  করবেন ক্রীড়াপ্রেমী অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী তরফদার রুহুল আমিন।

সানবিডি/এসকেএস