ভেসে উঠল তিনশো বছর আগে ডুবে যাওয়া নৌবহর
আপডেট: ২০১৫-১২-০৮ ১২:২২:৪০
আজ থেকে প্রায় তিনশো বছরেরও বেশি সময় আগে প্রচুর ধনরত্নসহ একটি স্প্যানিশ জাহাজ রহস্যজনক ভাবে হারিয়ে যায়। সম্প্রতি কলম্বিয়ার উপকুলে ভেসে উঠেছে সেই জাহাজটি। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েলে স্যান্টোস সম্প্রতি নিজে এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন।
১৭০৮ সালে এই স্প্যানিশ জাহাজটি বন্দর শহর কারটাজেনার কাছে ক্যারিবিয় সমূদ্রে ডুবে যায়। স্যান হোসে নামের এই জাহাজটিতে বিপুল পরিমাণ স্বর্ণ মূদ্রা, রূপা এবং পান্না ছিল বলে ধারণা করা হয়। ডুবে যাওয়া জাহাজের ধনরত্ন খুঁজে বেড়ান যারা, তাদের কাছে এটি এক বিরাট সুখবর। স্পেনের রাজা পঞ্চম ফিলিপের যে নৌবহর ছিল, সেটির অংশ ছিল এই জাহাজ।
দক্ষিণ আমেরিকা থেকে লুট করা ধনসম্পদ নিয়ে এটি স্পেনে ফিরছিল বলে মনে করেন ঐতিহাসিকরা। রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যে এই ডুবে যাওয়া জাহাজটিকে বিশ্ব ঐতিহ্যের একটি অংশ বলে বর্ণনা করেছে।