প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ার সাবস্ক্রিপশন শুরু ২৪ সেপ্টেম্বর
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৮-১৮ ১০:১২:৩৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন ২৪ সেপ্টেম্বর শুরু হবে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। রাইট শেয়ার-সংক্রান্ত রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)৭৩৫তম সভায় কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাবনায় অনুমোদন দেয়া হয়।
প্রস্তাবনা অনুযায়ী, কোম্পানিটি ১আর:১ অনুপাতে ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ১৫ টাকা।
বীমা আইন ২০১০-এর চাহিদা অনুযায়ী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মূলধন বৃদ্ধিকরণের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে।
কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থির আমানতে বিনিয়োগ করবে।
রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭.২৯ টাকায়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস