ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ ও ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ এক নয়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৭ ১০:১২:১২


দেশের উভয় স্টক এক্সচেঞ্জে কাছাকাছি নামে দুটি ব্রোকারেজ হাউজ রয়েছে। একটি হলো পুঁজিবাজারের তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ। অন্যটি হলো ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ।

ডিএসই ও সিএসই সূত্র মতে,ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য এবং শীর্ষ ২০ থাকা প্রতিষ্ঠান। অন্যদিকে ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ হলো ব্যক্তি মালিকানা সিএসইর সদস্য।

বিএসইসি সূত্র মতে,গ্রাহকদের টাকা সরানোর দায়ে গত ৭৩৭তম কমিশন সভায় ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ ও অনুমোদিত প্রতিনিধি রুম্মানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটি অনেক বিনিয়োগকারী ডিএসই ও সিএসইর শীর্ষ ব্রোকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ বলে মনে করছে।

বিএসইসির সূত্র মতে, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের গ্রাহক ফেরদৌসী রহমান ৬টি বিও অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি ৯ লাখ ২৩ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু হাউজটি গ্রাহকের অনুমোদন ছাড়া ৩৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার শেয়ার বিক্রি করে। এছাড়া ফেরদৌসী রহমানের অভিযোগের আলোকে তার জমার থেকে ৩৬ লাখ ৩০ হাজার টাকার কম মানি রিসিট দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। যে টাকা কামরুজ্জামান রুম্মান আত্মসাৎ করেছে। এসব কারনে ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ ও তার অনুমোদিত প্রতিনিধিকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।

এছাড়া আত্মসাৎকৃত অর্থ আদায়ে গ্রাহকের দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কামরুজ্জামান রুম্মানের অনুমোদিত প্রতিনিধি সনদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাকে এই সময় পর্যন্ত পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল ধরনের প্রতিষ্ঠানে কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/৬:৫০/২৬/৮/২০