খালেদার মুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৩ ১৯:২৫:৫৯


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

আইন মন্ত্রণালয় থেকে তার মুক্তির এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক  বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, আগের শর্তানুযায়ী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে আমরা মতামত দিয়েছি। তিনি বিদেশ যেতে পারবেন না। আমাদের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। বাকি প্রক্রিয়া সেখান থেকে সম্পন্ন হবে।

গত ২৫ মার্চ দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন। ওই মুক্তির মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

সানবিডি/এনজে