বাজাজের থ্রি হুইলার উৎপান করবে রানার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৬ ০৭:৩৬:০১
বাজাজের থ্রি হুইলার উৎপানের অনুমোদন পেল বাংলাদেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড। সম্প্রতি বহুজাতিক কোম্পানিটি রানানকে এই অনুমোদন দিয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০১৭ সাল থেকে রানার অটোমোবাইল বাজাজের থ্রি হুইলার বাংলাদেশে বিপন করেছে। আগামীতে কোম্পানিটি আমদানী না করে সরাসরি উৎপাদন করবে।
প্রসঙ্গত, ব্যবসা সম্প্রসারণের জন্য ২০১৯ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসে রানার অটোমোবাইলস। চাঁদা গ্রহণ করে একই বছরের ৩১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৩তম কমিশন সভায় কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৩৪৮টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে প্রায় ১০০ কোটি টাকা সংগ্রহ করে।