আইসিএসবির ওয়েবিনারে বক্তারা
দুর্বল করপোরেট গভর্ন্যান্স ব্যাংকিং খাতের বর্তমান অবস্থার প্রধান কারণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২১ ০৭:৪৯:০২
দুর্বল করপোরেট গভর্ন্যান্স দেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থার প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘ইসলামী ব্যাংকিং ও ফিন্যান্সিং ব্যাংকিং সেক্টরে করপোরেট গভর্ন্যান্স প্রবর্তনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আইসিএসবির ওয়েবিনারে এমন মতামত জানান আলোচকরা।
আইসিএসবির কাউন্সিল সদস্য এবং সেমিনার অ্যান্ড কনফারেন্স সাব কমিটি চেয়ারম্যান মো. শফিকুল আলমের সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি এবং আলোচক হিসেবে অংশ নেন এক্সিম ব্যাংকের এমডি ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ।
ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ইসলামী ব্যাংকিংয়ের সংক্ষিপ্ত ইতিহাস ও পদ্ধতি এবং বিভিন্ন ইসলামী পণ্যের সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে।
মোজাফফর আহমেদ তার আলোচনায় ওইসিডি করপোরেট গভর্ন্যান্স এবং এর দুর্বলতা এবং শরিয়াহ্ গভর্ন্যান্স ব্যাংকিং সেক্টরে করপোরেট গভর্ন্যান্সকে উন্নত করতে কী কী সহায়তা করতে পারে সেই বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন।