সুযোগ পেতে বিছানায় যেতে হয়েছে রণবীরকে!!

আপডেট: ২০১৫-১২-১৬ ১১:২৬:৫৮


ranobir sing_94854ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রণবীরসিং। পড়ে অবাক হচ্ছেন? না, কোনো সূত্রের খবর নয়, এই সত্যি স্বীকার করেছেন স্বয়ং রণবীর সিং। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎ‌কারে অকপটে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রণবীর।

বলিউডে ক্যারিয়ার শুরু করার আশায় তিনি নতুন তৈরি করা পোর্টফোলিও নিয়ে হাজির হন অন্ধেরিতে এক ব্যক্তির বাড়ি। সেই ব্যক্তি দাবি করেছিলেন রণবীরকে হিন্দি ছবিতে অভিনয় করার সুযোগ করে দেবেন। কিন্তু সেই ব্যক্তির বাড়ি গিয়ে এক সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা হয় তাঁর। বলা বাহুল্য, সেই অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না।

নিজের অভিজ্ঞতা শেয়ার করার সময় রণবীর বলেন, সেই ব্যক্তি তাঁর পোর্টফোলিও দেখতে বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না। বরং শুরুতে ঠারেঠোরে বোঝানোর চেষ্টা করছিলেন, কীভাবে রণবীরকে স্মার্ট আর সেক্সি হতে হবে… ‘তিনি আমাকে যৌনতার মানে বোঝানোর চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, তিনি আমার যৌনাঙ্গ ছোঁয়ার এবং দেখার ইচ্ছে প্রকাশও করেন। সেই সময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। কোনোরকমে সেদিন নিজেকে সামলে নিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। তাঁর প্রস্তাবে রাজি না হওয়াতে ব্যর্থ প্রেমিকার মতোই হতাশ হয়েছিলেন সেই ব্যক্তি।’

একদিকে যখন বহু তারকাই কাস্টিং কাউচের কথা অস্বীকার করেন, সেখানে রণবীর অকপটেই বলেন, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ আছে। ‘তৃতীয় কোনো ব্যক্তির থেকে শুনে বলছি না, এ আমার নিজের অভিজ্ঞতাই।’

সূত্র: এই সময়

সানবিডি/ঢাকা/রাআ