বিমা পেশাজীবীদের সংগঠন হিসেবে নিবন্ধন পেল বিআইডিএস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩০ ১৩:৪৯:৪৪
বিমা পেশাজীবীদের সংগঠন হিসেবে সম্প্রতি নিবন্ধন পেয়েছে‘বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)’। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস (আরজেএসসি) –এ সংগঠনটির নিবন্ধন নং এস-১৩৫৩১।
সোমবার (২৯ মার্চ) সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ অনুযায়ী সংগঠনটি পরিচালতি হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি।
বিমা পেশাজীবীদের এই সংগঠনের ওয়েবসাইটের ঠিকানা www.bidssociety.org। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মো. মাহমুদুল ইসলাম।
এ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সায়ের আহমেদ সায়িদ, সেক্রেটারি জেনারেল হিসেবে শফিকুল ইসলাম কানন ও ট্রেজারার হিসেবে লায়ন ফিরোজ আহমেদ দায়িত্ব পালন করছেন।