‘পর্নোস্টার হচ্ছি আমিরের কারণে’

আপডেট: ২০১৬-০২-১০ ১৮:৩৮:১৪


raki_101696ব্যাপারটা এত দূর এগিয়েছে যে, আমিরের জন্য এবার পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে নাম লেখাবেন বলে ঠিক করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাবন্ত! তিনি এটাও বলছেন, আমির খান তাকে বাধ্য করেছেন এই সিদ্ধান্ত নিতে।

কথাটা চমকে ওঠার মতোই! তবে, ওই চমক দেয়াটাই তো রাখি সাবন্তের কাজ। নিন্দুকদের কথা ধরলে, আর কী দিয়েই বা মানুষজনের নজর কাড়তে পারেন রাখি! তাই খোলামেলা পোশাক আর মুখই সার!

এবারেও সেই খোলামেলা স্বভাবটাকেই সবার সামনে মেলে ধরেছেন রাখি। অকপটে বলেছেন তার মনের কথা। আর, ঘুরে-ফিরে ফের তাঁর অভিযোগের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন সানি লিওন।

আসলে, যেকোনো কারণেই হোক, সানি লিওনকে একেবারে সহ্য করতে পারেন না রাখি! তাই আমিরের সঙ্গে সানি লিওনের হালফিলের ঘনিষ্ঠতাকেও মেনে নিতে পারছেন না তিনি। রাখির দাবি, সানির সঙ্গে আমিরের ঘনিষ্ঠতার মূলে রয়েছে পর্নোগ্রাফি। সানি প্রাক্তন পর্নোস্টার বলেই আমির তাকে এত পাত্তা দিচ্ছেন!

অতএব, আমিরের পাত্তা পাওয়ার জন্য পর্নো দুনিয়ায় যোগ দেয়া ছাড়া আর কী বা উপায় আছে রাখির হাতে!

সানবিডি/ঢাকা/রাআ