ভালোবাসা দিবসে ভালোবাসা ছড়িয়ে দিবে কার্ড!

আপডেট: ২০১৬-০২-১৩ ২২:০১:১০


12729280_235284683480507_2255710866664246811_nভালোবাসার মানুষ, প্রিয়জন, বন্ধু এমনকি পরিবারের সদস্যদের প্রতি মনের কথাগুলো জানিয়ে দেয়ার নীরব হলেও মনে রাখার মতো পদ্ধতি হলো কার্ড উপহার দেয়া। এই কার্ডে খুব ছোট করে লিখেই প্রিয়জনকে জানিয়ে দিতে পারেন আপনার মনের কথা। শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়েই ব্যপক জনপ্রিয়তা এবং চাহিদা রয়েছে গিফট কার্ডের। ক্ষোদ আমেরিকানদের অবস্থাটা এমন যে, গিফট মানেই একটা কার্ড থাকবেই।

943992_235266346815674_6808055930082673256_n২০১৫ সালের ভ্যালেন্টাইন’স ডে চলে আসছে। অনেকে হয়তো ভেবে রেখেছেন এবার মনের মানুষটিকে মনের কথাটি সাহস করে বলেই দেবেন। কিন্তু কীভাবে বলা যায় আসলে? মনের মানুষকে মনের কথা লিখার মতো আকর্ষনীয় কার্ড খুজছেন?

12728760_235266506815658_4292176334250109528_nকার্ড নিয়ে ভাববেন না এক মূহুর্ত। এবারের ভ্যলেন্টাইন’স ডে তে প্রিয়জনকে উপহার দিতে পারেন এমন সব আকর্ষনীয় কার্ড নিয়ে এসেছে ঝিঙ্ক। আকর্ষনীয় সব কার্ড যা সহজেই মন কাড়বে আপনার এবং অাপনার প্রিয়জনের।

10399456_235266590148983_4506280153481672973_nমনের কথাগুলো যেন সুন্দর করে লিখতে পারেন সে জন্য কার্ডের ভিতরেই রয়েছে মনোমুগ্ধকর নোটপেড। আর দর্শনীয় কার্ড কভার তো থাকছেই। বিভিন্ন মডেলের এই কার্ডগুলোর মূল্য একদমই সীমিত। প্রতিটি কার্ড মাত্র ৯৯ টাকাতেই বিক্রি করছে কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান ঝিঙ্ক।

আপনার অর্ডার পেলেই আপনার কাছেই পৌছে যাবে আকর্ষনীয় এই লাভ কার্ড । রাত শেষ হলেই উঁকি দিবে ভ্যলেন্টাইন ডে। তাই মনের কথাগুলো জানিয়ে দিতে আর দেরী না করে বাছাই করে আপনার পছন্দের কার্ডটি অর্ডার করুন এখানে

সানবিডি/ঢাকা/রাআ