শুভ মুক্তি পাচ্ছে অরিনের “ছিন্নমূল”

প্রকাশ: ২০১৬-০২-১৯ ২০:৫৯:৪৪


12742826_948024831917782_3144001280620761429_nঢাকার চলচ্চিত্রে যখন নায়িকা সঙ্কট ,শিক্ষিত ছেলে মেয়েরা সিনেমায় আসতে অনাগ্রহী ,ঠিক তখনি সাহস শক্তি আর মনোবল নিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াতের ছিন্নমুল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখালেন সুশিক্ষিত হাস্যময়ী মিষ্টি মেয়ে অরিন।

৪ঠা মার্চ অরিন অভিনীত “ছিন্নমূল” সিনেমা ঢাকা সহ সারাদেশে শুভ মুক্তি পাচ্ছে। সিনেমাটি পর্দায় আসার আগেই তুমুল আলোচনায় চলে এসেছে অরিন। তার সুনিপুণ অভিনয় ও সদাচরণ দিয়ে অন্যান্য চলচ্চিত্র পরিচালকের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

মারুফ অরিন জুটি দর্শক ছিন্নমূল সিনেমাটি দেখে গ্রহন করবে বলে আশাবাদী স্বনামধন্য পরিচালক কাজী হায়াৎ।

সানবিডি/ঢাকা/রাআ