কোহলির সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রুতি !

প্রকাশ: ২০১৬-০৪-২৩ ১২:০৮:২৪


virat
কখনো ভাঙার, কখনো গড়ার খবর দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন বিরাট-আনুষ্কা জুটি। এবার সামনে এলো এমন এক খবর যা শুনে না চমকে থাকতে পারবেন না বলিউড থেকে শুরু করে ক্রিকেট দুনিয়ার বাসিন্দারা।

বিরাটে সঙ্গে আর নেই আনুষ্কা শর্মা! এবার তার সঙ্গে যুক্ত হচ্ছেন হালের বলিউড সুন্দরী শ্রুতি হাসান। তবে তা বাস্তবে নয়, রিলে।

আর কিছু দিনের মধ্যেই একটি বিজ্ঞাপনে বিরাট কোহলির সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে। কিছু দিন আগে পর্যন্ত আমরা বিজ্ঞাপনেও বিরাট-আনুষ্কাকে জুটি হিসেবে দেখেছি।

তবে সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য বিরাট কোহলির সঙ্গে আনুষ্কা নয়, শ্রুতি হাসানের সঙ্গে চুক্তি সেরেছেন বিজ্ঞাপনদাতারা। শুধু তাই নয়, শুটিংয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছে।

ঠিক এমনটিই দাবি করেছে ভারতের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, বিরাট-শ্রুতি ছাড়াও ওই বিজ্ঞাপনে দেখা যাবে ক্রিস গেইল, এ বি ডি ভিলিয়ার্সকে।

সানবিডি/ঢাকা/এসএস