এখনই মা হতে রাজি না বিপাশা!

প্রকাশ: ২০১৬-০৫-২৪ ২১:০৫:৪০


image (2)সবেমাত্র বিয়ে করেছেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার। জমিয়ে হনিমুনও সেরেছেন। কিন্তু ফ্যামিলি প্ল্যানিং? না, না। এখনই সে সব নিয়ে ভাবছেন না দম্পতি। অন্তত শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন বিপস্।

বিষয়টা ঠিক কী?

সদ্য শিল্পা ও রাজের ছেলে ভিয়ানের জন্মদিনে টুইটারে উইশ করেছিলেন বিপাশা। তাতে রাজ লিখেছেন, ‘ধন্যবাদ, ভিয়ান জানতে চাইছে তোমরা কবে ওকে ওর একজন বন্ধু দেবে?’ এর চটজলদি উত্তর দেন বিপাশা। তিনি টুইট করেন, ‘এখনই নয়। আপাতত আমরাই ওর বন্ধু।’
সানবিডি/ঢাকা/আহো