হাসপাতালের কেবিনেই রোগিণীকে ধর্ষণ!

প্রকাশ: ২০১৬-০৫-২৮ ১৮:৩৪:১৫


Rapeচিকিৎসা করাতে আসা এক রোগিণীকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ চিকিৎসকেরই বিরুদ্ধে। বেনিয়াপুকুরের একটি বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। রোগিণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ওই চিকিৎসক। তাঁর নাম সৈয়দ হায়দার।

পুলিশের কাছে অভিযোগে নির্যাতিতা জানান, তিনি দু’দিন আগে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ দিন সকালে তাঁকে চেক-আপ করতে আসেন অভিযুক্ত চিকিৎসক। সে সময় তাঁর কেবিনে নিযুক্ত নার্সকে চিকিৎসক বাইরে বেরিয়ে যেতে বলেন। নার্স বেরিয়ে গেলে চেক-আপের নামে দরজা বন্ধ করে তিনি তাঁকে ধর্ষণ করেন বলেন অভিযোগ। দরজা বন্ধ থাকায় তাঁর চিৎকার অন্যেরা শুনতে পাননি বলে ওই রোগিণী পুলিশকে জানিয়েছেন।

পরে পরিবারের লোকেরা দেখা করতে এলে তিনি তাঁদের ঘটনাটি সবিস্তার জানান। এর পরেই থানায় গিয়ে চিকিৎসকের নামে অভিযোগ দায়ের করেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ওই মহিলা আপাতত বাড়িতে আছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সানবিডি/ঢাকা/আহো