আল্লাহর কাছে এমন একজন বোকা সোকা মানুষই চেয়েছিলেন মাহি! ভিডিওসহ

প্রকাশ: ২০১৬-০৫-২৯ ১৮:৫৭:২৬


Mahiগত ২৪শে মে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাত্র সিলেটের কদমতলীর সন্তান মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী। চার বছর ধরে তাদের মধ্যে পরিচয় এরপর মন-দেওয়া নেওয়া শেষে উভয় পরিবারের আগ্রহে মাহি এবং অপুর বিয়ে সম্পন্ন হয়। মাহি তার স্বামী সম্পর্কে বললেন এমন একজন বোকা সোকা মানুষকেই চেয়েছিলাম।

ভিডিওটি দেখুন

https://youtu.be/HzidCioMC9Y

সানবিডি/ঢাকা/আহো