প্রেমের জন্য কলেজ ছাত্রীর আত্মহত্যা!
প্রকাশ: ২০১৬-০৫-৩১ ১৯:২০:৪৭
প্রেম ঘটিত সম্পর্কের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক কলেজ ছাত্রী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মালদহ থানার মঙ্গলবাড়ী খইহাট্টা এলাকায়। মৃতা ছাত্রীর নাম পুজা কর্মকার(২১)৷ এবছর গৌর মহাবিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স স্নাতক হয়েছিল সে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ পাল নামে এক সহপাঠী ছাত্রের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক ছিল পুজার। কিন্তু, সপ্তাহ খানেক আগে পূজার বিয়ে অন্যত্র ঠিক হয়। আজ ওই যুবক পুজার বাবা রাজকুমার মণ্ডলকে ফোন করে পুজার সঙ্গে তার সম্পর্কের কথা জানায়।কিন্তু রাজকুমার মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে জানায় সে কৃষ্ণ পালের সঙ্গে নয়, বাবার দেখা পাত্রের সঙ্গেই বিয়ে করবে। কিছুক্ষণ ওই যুবকের সঙ্গে পুজার ফোনে কথাও হয়৷ তারপরই ফাঁকা বাড়িতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পুজা।
মালদহ মেডিক্যাল কলেজে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকেরা পুজাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে মালদহ থানায় কৃষ্ণপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো