রাজীব গান্ধী ফাউন্ডেশনে ৫০ লক্ষের অনুদান দিয়েছিল নায়েক

প্রকাশ: ২০১৬-০৯-১০ ১২:০৮:২০


zakir-naik-1উসকানিমূলক উগ্র ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ২০১১ সালে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিল রাজীব গান্ধী ফাফন্ডেশনকে৷ যা কংগ্রেসের দ্বারা চালিত হত৷ যদিও কংগ্রেসের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এই অনুদানের কথা৷ বরং কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়েছে যে, সেই টাকা দেওয়া হয়েছিল রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টকে এবং সেই ৫০ লক্ষ টাকা ট্রাস্টের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে নায়েকের সংস্থাকে৷

অন্যদিকে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা এখনও কোনও অনুদান ফেরত পাননি৷ শুধু তাই নয় তারা আরও জানিয়েছেন এই ধরনের বহু ট্রাস্টকে অর্থ সাহায্য করেছে জাকির নায়েক৷ রাজীব গান্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী ,প্রীয়ঙ্কা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

ঘটনাটি সামনে এসে যখন নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু করে গোয়েন্দর৷ কারণ তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশী অর্থ ব্যবহার করে দেশে যুব সমাজকে উগ্র ইসলামিক কথা উসকিয়ে নাশকতার পথে ঠেলে দিচ্ছে সায়ন৷সূত্র: কলকাতা২৪/৭

সানবিডি/ঢাকা/এসএস