জ্বর ও সর্দি নিরাময়ে কলা
|| প্রকাশ: ২০১৫-১০-২৫ ২২:০০:৫২ || আপডেট: ২০১৫-১০-২৫ ২২:০০:৫২


যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ কলায় ব্যানানা লেকটিন বা ব্যানলেক নামে একধরনের প্রোটিন খুঁজে পেয়েছেন যা বিভিন্ন জীবানুবাহী ভাইরাস প্রতিরোধে করে। এমনকি এইচআইভি(HIV) ভাইরাস যাতে কোষে ঢুকতে না পারে তাতে বাধা প্রদান করে।
ইবোলা, হেপাটাইটিস সি, সার্স এবং এইচআইভির মত ভয়াবহ রোগের চিকিৎসাতে কলা হয়তো ভবিষ্যতে ভূমিকা রাখতে পারে বলে গবেষকরা আশাবাদী।
সানবিডি/ঢাকা/রাঅা