বাংলা ভাষা
আপডেট: ২০১৭-০২-২৩ ১৫:৪৪:১০
ভোরের দোয়েল ডাক দিয়ে যায়
বাংলায় বাংলায়,
বসন্তেরই কোকিলও যেনো
বাংলায় গান গায়।
ফাগুনেরী আগুন ঝড়া
কৃষ্ণচূড়ার গাছ,
সেও যেন সেজে আছে
বর্ণমালার সাজ।
গাছ-গাছালীর ফাঁকে ফাঁকে
অ-আ, ক-খ আছে,
সে গুলোকে ওষ্ঠে লয়ে
পাক-পাখালী নাচে।
সানবিডি/ঢাকা/এসএস