গরম চরমে

প্রকাশ: ২০১৭-০৫-২২ ১৮:২৫:৫৯


Asadচারদিক গরমে
উঠছে তো চরমে
হাহাকার,

দুপুরের রোদ্দুর
অথৈ সমুদ্দুর
বাঁচাভার।

পানিতে হানি
সবাই জানি
এই গরমে।

এক গ্লাস পানি
এক ঢোকে টানি
সুখ পরমে।