সাইফ কন্যা সারার ঘনিষ্ঠ ছবি ভাইরাল

প্রকাশ: ২০১৭-০৫-২৫ ১২:০০:০৮


sara-ali-khanবলিউডের নবাব সাইফ আলি খান ও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান সম্প্রতি বি টাউনে বেশ আলোচিত হয়ে উঠেছেন। সেটা হোক চলচ্চিত্র অভিষেক নিয়ে কিংবা বধূর সাজে ফ্যাশন শোতে অংশ নিয়ে।

সালমান খান তার বোনের স্বামী আয়ুশ শর্মার বিপরীতে সাইফ কন্যাকে কাস্ট করে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বলেও কিছুদিন আগেই খবর বেরিয়েছিল। যখন পুরো বলিউড এই খবরের সত্যতার জন্য অপেক্ষা করছিল তখন সাইফ কন্যা তার নিত্য নতুন ছবি দিয়ে সবাইকে চমকে দিচ্ছিলেন।

Sara-0
বিকিনি পরিহিত সারার ওই দুর্দান্ত ছবিটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।  টিভি অনুষ্ঠান প্রযোজক ভিকাশ গুপ্তা এই ছবিটি তার ইন্সটাগ্রামে পোস্ট করার পরই ছবিটি সবার নজরে আসে। তবে সেটি আপলোড করার কিছুক্ষণ পরই আবার মুছে ফেলা হয়।

কয়েক সপ্তাহ আগে সারা ও অনিল পুত্র হার্শবর্ধন কাপুরের একটি ছবিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।