নিলামে মনরো-কেনিডি-র সঙ্গমের এই ভিডিও!

প্রকাশ: ২০১৭-১১-১৭ ২২:৩৭:২৯


loveসব সময় ভয় তাঁকে ঘিরে রাখত ৷ যদি একনম্বর নায়িকা থেকে পদচ্যুটি ঘটে! ভয় লাগত পুরুষদের ৷ মনটাকে তো কখনও ভালবাসেনি তাঁরা ৷ শুধু ভালবেসেছে রূপ, যৌবন ৷তাই চরম হতাশা আর সহ্য করতে না পেরে নিজেই করলেন মৃত্যুবরণ ৷ মেরলিন মনরো-র বায়োগ্রাফির শুরুটা এরকমই ৷ জীবনকাহিনি যত এগোতে থাকে ততই স্পষ্ট হয়ে ওঠে জনপ্রিয়তার আড়ালে অন্ধকার জগতটা ৷

মরলিন মনরো সেই অন্ধকার জগত আজও বেশ জনপ্রিয় হলিউড তথা গোটা বিশ্বজুড়ে ৷ তবে কৌতুহলটা অবশ্যই তাঁর যৌনজীবন নিয়ে বেশি তা স্বীকার করেছেন দেশি-বিদেশি সমালোচকরা ৷ আর বিশেষ করে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি ও কেনেডি-র ভাই রবার্ট এফ কেনেডির সঙ্গে তাঁর যৌনসম্পর্ক ঠিক কেমন ছিল তা এখনও হট কেক ৷

সেই পুরনো কাব্যকেই আবার জীবিত করে তুললেন উইলিয়াম কাস্টেলবেরি ৷ পেশায় উইলিয়াম ছিলেন মনরো বডিগার্ড ৷ তিনিই লুকনো ক্যামেরা দিয়ে বহুবার রেকর্ড করেছিলেন কেনিডি-মনরো সঙ্গম ৷ বহু বছর ধরে নিজের কাছে স্বযত্নে রেখেছিলেন এই ভিডিও ৷ শেষমেশ, নিলামে তুলতে চলেছেন মনরো সঙ্গম ভিডিও ৷ কাস্টেলবেরি জানিয়েছেন, ‘এই ভিডিও একেবারেই সত্যি ৷ কোনও প্রযুক্তি ব্যবহার করা হয়নি এই ব্যাপারে ৷ শুধুমাত্র মনরো স্বামী জো ডি ম্যাগিও-র সম্মানের জন্যই এতদিন লুকিয়ে রেখেছিলাম এগুলো ৷ এখন পৃথিবীর সামনে আনতে চাই মনরো-কেনেডি রহস্য ৷ ’