ডাক জীবন বীমা ভবন নির্মাণ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-০৬ ০৭:১৮:০০


ডাক জীবন বীমা ভবন নির্মাণ করতে যাচ্ছে সরকার। রাজধানীর বনানীতে এ ভবন নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ।

গত ৩০ অক্টোবর মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পসহ ২৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ তথ্য জানান।

ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা। এর পুরোটাই জিওবি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় ডাক অধিদপ্তর কর্তৃক ২০২১ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়িত হবে।

প্রকল্পের পটভূমিতে বলা হয়েছে, বর্তমানে ডাক জীবন বীমা পলিসি গ্রহণকারীর সংখ্যা ২ লাখের অধিক, যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বীমা গ্রহণকারীদের উন্নত ও দ্রুত সেবা প্রদানের জন্য অধিদপ্তরের এখন পর্যন্ত কেন্দ্রীয় অবকাঠামো সুবিধা নেই।

বিষয়গুলো বিবেচনায় নিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ঢাকার বনানীতে ডাক অধিদপ্তরের নিজস্ব জমিতে ডাক জীবন বীমা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। একইসঙ্গে প্রস্তাবিত ভবনের স্থাপত্য নকশা প্রণয়নপূর্বক প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করে।

চলতি বছরের ৭ জুন প্রকল্পের ডিপিপি’র ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার বনানীতে প্রস্তাবিত ডাক জীবন বীমা ভবন নির্মাণের উচ্চতার বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণসহ কতিপয় শর্তে প্রকল্পটি গ্রহণের সুপারিশ করা হয়।

পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকল্প মূল্যায়ন কমিটির সভার শর্তসমূহ প্রতিপালন করে ডিপিপি পুনর্গঠন করে। পুনর্গঠত ডিপিপি’র ব্যয় প্রাক্কলন করা হয় ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয় জুলাই ২০১৮ থেকে জুন ২০২১ পর্যন্ত।

ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ডাক জীবন বীমা ভবন নির্মাণ ছাড়াও ৬টি জিপিও ভবন নির্মাণ, ২৪টি জেলা ডাকঘর নির্মাণ, ৮টি উপ-ডাকঘর নির্মাণ এবং অন্যান্য আনুসঙ্গিক ভৌত কাজ ও বৈদ্যতিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে।