মঙ্গলে দেখা মিলল ভল্লুকের
প্রকাশ: ২০১৫-১১-০৬ ১৬:৪২:৫০
পানি, মহিলা, বুদ্ধের পর এবার মঙ্গলে দেখতে পাওয়া গেল ভল্লুক। নাসা এর আগে মঙ্গলে জীবের উপস্থিতি প্রমাণের জন্য অনেক রকম ছবিই পাঠিয়েছে।
সম্প্রতি পাঠানো ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, ৪ পা বিশিষ্ট কোনও স্তন্যপায়ী প্রাণীকে। প্রাণীটিকে খানিকটা দেখতে ভল্লুকের মতো।
ইউএফও হান্টারদের কথায়, নাসাকে যে ছবি পাঠানো হয়েছিল সেটি ছিল রঙিন ছবি। কিন্তু ছবিটিকে সাদা কালো করে দিয়ে লাল গ্রহে প্রাণের কথা অস্বীকার করেছে নাসা।
তারা আরও জানায়, রঙিন ছবিটিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রাণীটির গায়ে লোম আছে। লোম থেকে জানা যাচ্ছে এটা কোনও প্রাণীর মূর্তি নয়, সত্যিকারের প্রাণী।