‘মানুষ আমাকে ভাবে পাঁঠা’
|| প্রকাশ: ২০১৫-১১-১১ ১৪:২০:১৮ || আপডেট: ২০১৫-১১-১১ ১৪:২০:৫৫

পাসপোর্টের হিসাব অনুযায়ী আমার জাতীয়তাবাদ –আমি বাংলাদেশী। বিভিন্ন ধরনের জাত মিলে একটি জাতি গঠিত হয়। পরিচয় একই থাকে। বাঙ্গালী কিংবা বাংলাদেশী বিতর্কে যাওয়ার সাহস আমার মত ক্ষুদ্র নাগরিকের নেই। তবে কলকাতা দাবড়ে বেড়ানো বাংলাদেশী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় (লর্ড ভানু ) নিজেকে বাঙ্গাল ভাবতেই পছন্দ করতেন। কারন কলকাতার মানুষ ঠাট্টা করে উনাকে বাঙ্গাল বলতো ।
নিজ নিজ স্বার্থে ব্যস্ত বিভিন্ন জাতের বাংলাদেশীর মধ্যে আমিও একজন । কিছু কারনে খুব জনপ্রিয়, আর কিছু কারনে খুবই অজনপ্রিয় । সজ্ঞানে অন্যায় কিছু বলি বলে মনে হয়না, তবে ভুল হলে তাৎক্ষনিক ভাবে শুধরে নেবার চেষ্টা করি। দেশের প্রতি ভালবাসা আছে, হয়তো প্রমান দিতে পারিনি। সত্য পথে চলার চেষ্টা করি, কিছু মানুষ আমাকে ভাবে পাঁঠা ।
আমার ভক্ত রমেশ মন্ডল আসিফ খোলা চিঠি লিখেছে, আমি যেনো আর বঞ্চনার শিকার না হই। ফ্যানপেজে কমেন্ট পড়ি – বেশির ভাগ ফ্যান আমাকে পছন্দ করে সরাসরি কথা বলার জন্য। কিছু লোক গালিও দেয়, যার বেশির ভাগ আসে আমার প্রিয় জন্ম শহর কুমিল্লা থেকে। রোগ অনুযায়ী মতামত প্রকাশ করি । বেশী যারা ভালবাসেন, তারা আমার কথা বলা বন্ধের পক্ষে। দেশে থাকা খুবই আরামদায়ক, কিন্তু দেশ কিংবা সমাজের অপমানে চুপ থাকা কাপুরুষোচিত মনে হয় ।
এতো ঝামেলা না করে কিংবা ঝামেলায় না থেকে দেশপ্রমিক প্রবাসী হয়ে যাবো ভাবছি। পরিবারের সাথে আলাপ শুরু করেছি। প্রথম পছন্দ শ্রীলংকা তারপর মালয়েশিয়া কিংবা ব্রুনাই। বাংলার অপরূপ রূপ আমি দেখিয়াছি !!! সূত্র: আসিফের ফেসবুক প্যাজ
সানবিডি/ঢাকা/এসএস
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
-
বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন: কাদের
-
দুর্নীতি ও অর্থপাচার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
-
এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে
-
ডিএমপির অভিযানে ৫৬ জন গ্রেফতার
-
তরুণরাই আনবে সোনালী ভবিষ্যৎ: তথ্যমন্ত্রী